+8801713-195400 sachetanraj@yahoo.com

পবা, চারঘাট ও তানোর উপজেলায় ১৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল সচেতন সোসাইটি শিক্ষাবৃত্তি


পল্লী কর্ম -সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগীতায় এবং সচেতন সোসাইটি সংস্থার আয়োজনে রাজশাহী জেলার পবা, চারঘাট ও তানোর উপজেলার দারুশা, হলিদাগাছি ও মোহনপুর শাখার ১৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৬-২৮/০৯/২০২১ তারিখে ২,২৮,০০০/= টাকার শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভা মেয়র জনাব মোঃ একরামুল হক, মোঃ মফিজুর রহমান প্রভাষক মোহনপুর সরকারি কলেজ ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো:মাসুদ রানা। বিশেষ অতিথি সচেতন সোসাইটির উপ-পরিচালক এটিএম শাহরিয়ার ইসলাম (মিতু) সহ আরো উপস্থিত ছিলেন অভিভাবক, সরকারী কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি সুশীল সমাজের নেতৃত্বৃন্দসহ সংস্থার এলাকা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, মোঃ মামুন অর রশিদ ও মোঃ মামুন হাসান, শাখা ব্যবস্থাপক মোঃ মিরাজুল ইসলাম, দেওয়ান আঃ মতিন, দেওয়ান আহসান হাবিব, দেলোয়ার হোসেন, মোঃ আরিফ হোসেন, হিসাব কর্মকর্তা জয়ন্ত কুমার, রফজুল হক সহ বিভিন্ন শাখার কর্মসূচী সংগঠক।

Project Staffs Joning & Orientation Community Mobilization Program (CMP)

Project Staffs Joning & Orientation Community Mobilization Program (CMP)

Newly Recruitment Staffs of Community Mobilization Program (CMP) Funded by Social Marketing Company (SMC) Orientation held at Sachetan Head Office on 22nd October’2020, Executive Director of Sachetan Md. Hasinul Islam was the Chair of this Program and Account & Admin Executive of SMC Md. Masud Hossain was the Chair guest of this Orientation Program Md. Abdul Awal Polash, Project Manager Moderated the Program.
দরিদ্র মেধাবী  শিক্ষাবৃত্তি চেক বিতরণ (রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ)

দরিদ্র মেধাবী শিক্ষাবৃত্তি চেক বিতরণ (রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ)

পল্লী কর্ম -সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)‘র আর্থিক সহযোগীতায় এবং সচেতন সোসাইটি সংস্থার আয়োজনে ১২/১০/২০২০ তারিখে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোদাগাড়ী, মোহনপুর ও নাচোল উপজেলার রাজাবাড়ী, মোহনপুর ও নাচোল শাখার ৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬০,০০০/= (ষাট হাজার) টাকার শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ সানওয়ার হোসেন, বিশেষ অতিথি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম চুননু সহ অভিভাবক, সরকারী কর্মকর্তা , স্থানীয় জন প্রতিনিধি সুশীল সমাজের নেতৃত্বৃন্দসহ সচেতন সংস্থার প্রোগ্রাম অফিসার রুমানা শারমিন, এলাকা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ জহুরুল হক উপস্থিত ছিলেন ।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ (পবা ও মোহনপুর)

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ (পবা ও মোহনপুর)

পল্লী কর্ম -সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগীতায় এবং সচেতন সোসাইটি সংস্থার আয়োজনে রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা ও দারুশা শাখার ১৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২/১০/২০২০ তারিখে ২,০৪,০০০/= টাকার শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ শিমুল আকতার, বিশেষ অতিথি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম চুননু সহ আরো উপস্থিত ছিলেন অভিভাবক, সরকারী কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি সুশীল সমাজের নেতৃত্বৃন্দসহ সচেতন সংস্থার প্রোগ্রাম অফিসার রুমানা শারমিন, এলাকা ব্যবস্থাপক এটিএম শাহারিয়ার ইসলাম, মোঃ মামুন অর রশিদ, শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল হক, মোঃ মামুন হাসান, মোঃ ইব্রাহীম হোসেন, মোঃ আব্দুর রউফ, হিসাব কর্মকর্তা শাহিন ও রাকিবুল হাসান।

দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ (চারঘাট)

দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ (চারঘাট)

২১/০৯/২০২০ তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সচেতন সোসাইটির আয়োজনে রাজশাহী জেলা চারঘাট ও হলিদাগাছি শাখায় দরিদ্র মেধাবি ছাত্র/ছাত্রী ৭ জনের মাঝে প্রতি জনে ১২,০০০/= টাকা মোট ৮৪,০০০/-(চুরাশি হাজার) টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দা সামিরা,উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট উপজেলা,রাজশাহী। সভাপতি মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক,হলিদাগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি সংস্থার উপ পরিচালক (নীরিক্ষা) জনাব মোঃ আশিক হোসেন, মোঃ মামুন অর রশিদ এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, প্রোগ্রাম অর্গানাইজার, অভিভাবক সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।