২১/০৯/২০২০ তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সচেতন সোসাইটির আয়োজনে রাজশাহী জেলা চারঘাট ও হলিদাগাছি শাখায় দরিদ্র মেধাবি ছাত্র/ছাত্রী ৭ জনের মাঝে প্রতি জনে ১২,০০০/= টাকা মোট ৮৪,০০০/-(চুরাশি হাজার) টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দা সামিরা,উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট উপজেলা,রাজশাহী। সভাপতি মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক,হলিদাগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি সংস্থার উপ পরিচালক (নীরিক্ষা) জনাব মোঃ আশিক হোসেন, মোঃ মামুন অর রশিদ এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, প্রোগ্রাম অর্গানাইজার, অভিভাবক সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ (চারঘাট)
Sep 27, 2020