+8801713-195400 sachetanraj@yahoo.com


পল্লী কর্ম -সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগীতায় এবং সচেতন সোসাইটি সংস্থার আয়োজনে রাজশাহী জেলার পবা, চারঘাট ও তানোর উপজেলার দারুশা, হলিদাগাছি ও মোহনপুর শাখার ১৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৬-২৮/০৯/২০২১ তারিখে ২,২৮,০০০/= টাকার শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভা মেয়র জনাব মোঃ একরামুল হক, মোঃ মফিজুর রহমান প্রভাষক মোহনপুর সরকারি কলেজ ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো:মাসুদ রানা। বিশেষ অতিথি সচেতন সোসাইটির উপ-পরিচালক এটিএম শাহরিয়ার ইসলাম (মিতু) সহ আরো উপস্থিত ছিলেন অভিভাবক, সরকারী কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি সুশীল সমাজের নেতৃত্বৃন্দসহ সংস্থার এলাকা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, মোঃ মামুন অর রশিদ ও মোঃ মামুন হাসান, শাখা ব্যবস্থাপক মোঃ মিরাজুল ইসলাম, দেওয়ান আঃ মতিন, দেওয়ান আহসান হাবিব, দেলোয়ার হোসেন, মোঃ আরিফ হোসেন, হিসাব কর্মকর্তা জয়ন্ত কুমার, রফজুল হক সহ বিভিন্ন শাখার কর্মসূচী সংগঠক।