পল্লী কর্ম -সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগীতায় এবং সচেতন সোসাইটি সংস্থার আয়োজনে রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা ও দারুশা শাখার ১৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২/১০/২০২০ তারিখে ২,০৪,০০০/= টাকার শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ শিমুল আকতার, বিশেষ অতিথি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম চুননু সহ আরো উপস্থিত ছিলেন অভিভাবক, সরকারী কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি সুশীল সমাজের নেতৃত্বৃন্দসহ সচেতন সংস্থার প্রোগ্রাম অফিসার রুমানা শারমিন, এলাকা ব্যবস্থাপক এটিএম শাহারিয়ার ইসলাম, মোঃ মামুন অর রশিদ, শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল হক, মোঃ মামুন হাসান, মোঃ ইব্রাহীম হোসেন, মোঃ আব্দুর রউফ, হিসাব কর্মকর্তা শাহিন ও রাকিবুল হাসান।
Recent Posts
- পবা, চারঘাট ও তানোর উপজেলায় ১৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল সচেতন সোসাইটি শিক্ষাবৃত্তি
- Project Staffs Joning & Orientation Community Mobilization Program (CMP)
- দরিদ্র মেধাবী শিক্ষাবৃত্তি চেক বিতরণ (রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ)
- দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ (পবা ও মোহনপুর)
- দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ (চারঘাট)